তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ডোমারে মানববন্ধন


admin@saidpureralo প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ২:১০ অপরাহ্ন /
তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ডোমারে মানববন্ধন

মোঃ সাহিদুল ইসলাম, ডোমার প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন।

রবিবার (৪ঠা মে) সকাল ১১টায় উপজেলা শহরের রেলগেট মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বসন্ত কুমার রায় প্রমুখ।

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ‘শান্তি-উন্নতি-অগ্রগতি-সম্প্রীতির দূত’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, জিয়া পরিবারের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহার পূর্বক মুক্তি দেওয়া না হলে উত্তরবঙ্গকে অচল করে দেওয়া হবে।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওসমান গণি দুলাল, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন প্রমুখ সহ দশটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।