সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ডেইরী ফার্মারস এসোসিয়েশনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯ টার দিকে স্থানীয় রসুলপুরে অবস্থিত এসোসিয়েশনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুরে ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি সাহিদ আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন
সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি ও সৈয়দপুরে ডেইরী ফার্মারস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: রশিদুল হক সরকার। উপজেলার কামারপুর ইউপি সদস্য ও খামারী মো: মোমিনুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু ও সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাহক মোশারফ হোসেন । এ সময় সাংবাদিক রেজা মাহমুদ, ব্যবসায়ী মানিকুল ইসলামসহ এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পূনরায় সভাপতি নির্বাচিত হন সাহিদ আজিজ ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো: ইমরান ইমু । কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি খোরশেদ আলম ও মোমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শাহাজাদা ও রাকিবুল ইসলাম রকি, সহ-সাংগঠনিক মো: মাসুদ রানা, অর্থ সম্পাদক মো: জালাল, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মো: রকি। আর কার্যাকরি সদস্য হিসাবে নির্বাচিত হন
মোছা: ফাহিমা রাশেদ, নুর বানু, মো: মোশারফ (বাবু), আজগর আলী, নুর ইসলাম, নুর মোহাম্মদ (লাখা), আজগর হোসেন মোক্তার, রবিউল ইসলাম, মো: তালেব ও দোলাপাড়ার মোঃ রবিউল ইসলাম।
এছাড়া কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রশিদুল হক সরকার, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, ব্যবসায়ী মানিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল খালেক, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু।
আপনার মতামত লিখুন :