রাণীশংকৈলে দু’দিনব্যাপী সাথী ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত


admin@saidpureralo প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন /
রাণীশংকৈলে দু’দিনব্যাপী সাথী ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী সাথী ট্রেনিং ক্যাম্প (টি.সি.)। ১৬ ও ১৭ মে ২০২৫ তারিখে উপজেলার জামায়াত কার্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ক্যাম্পের সভাপতিত্ব করেন মো. রাশেদুল ইসলাম।

প্রশিক্ষণ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম শুরু হয় দারসুল কুরআন পাঠের মাধ্যমে, পাঠ করেন উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় “বর্তমান পরিস্থিতিতে দাওয়াতি কাজের কৌশল” (হাফিজ মুজাহিদ), “ইসলামী আন্দোলন ও ক্যারিয়ার” (বেলাল উদ্দিন প্রধান), “মুমিনের ব্যবহারিক জীবন” (মোহাম্মদ তোফায়েল প্রধান) এবং “পরবর্তী পরিবেশ ও আমাদের করণীয়” (মো. মোস্তাকুর রহমান জাহিদ) বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা।

দুপুরে পবিত্র জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে অনুষ্ঠিত হয় খেলাধুলা এবং “তালিমুল কুরআন” পাঠ, যা পরিচালনা করেন মো. মাহবুবুর রহমান। ইশার নামাজ ও রাতের খাবারের পর বিশ্রামের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

দ্বিতীয় দিন শুরু হয় ভোরে দারসুল কুরআন পাঠের মাধ্যমে, পাঠ করেন মো. শামীম রানা। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় “ভারসাম্যপূর্ণ জীবন ও রিপোর্টিং-এর গুরুত্ব” (মো. আবুল কালাম আজাদ), “বাইয়াতের আলোকে জীবন” (মো. ববিরুল ইসলাম), “সাংগঠনিক সম্প্রসারণ ও মজবুতকরণ” (মো. রাজিবুর রহমান পলাশ), “মাসলা-মাসায়েল” (মাওলানা মুকিম উদ্দিন মুরসিদি) এবং “ত্যাগ ও কুরবানি” (সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হুসেন সাঈদী) শীর্ষক আলোচনা।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে ঠাকুরগাঁও জেলার আওতাধীন ১১টি শাখার সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পের সার্বিক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।