মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মোঃ রাফি (২২) নামে এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফইম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । মৃত মোঃ রাফি (২২) শহরের কয়ানিজপাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের পুত্র। ।
এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি মোঃ ফইম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে রাতেই থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সকালে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :