মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি বিক্ষোভ সমাবেশ করেছেন জুলাই আহত ছাত্র-জনতা।
আজ শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের পাঁচ মাথা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঁচ মাথা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করেন জুলাই আহত ছাত্র-জনতা।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, ‘অসংখ্য গণহত্যা পরিচালনার পর আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার রাখে না। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন করতে হবে। যদি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনেহিঁচড়ে গদি থেকে নামানো হয়েছে আপনাকে সেভাবে নামানো হবে। এর জন্য প্রস্তুতি নিন বলে কঠোর হুঁশিয়ার দেন বক্তারা।
সৈয়দপুর জুলাই বিপ্লবের অন্যতম নেতা শাকিল চৌধুরী সৈয়দপুরের আলো কে বলেন, চব্বিশের জুলাইয়ে আওয়ামী লীগ যে গণহত্যা পরিচালনা করেছে তা একাত্তরের ২৫শে মার্চের গণহত্যার চেয়ে কোনো অংশে কম নয়। তবে একাত্তর সালে এদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছিল সেটা পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের দেশের সরকারই গণহত্যা পরিচালনা করেছে। আমাদের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদেরই ভাই-বোনদেরকে হত্যা করা হয়েছে। এতগুলো গণহত্যা পরিচালনার পর আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘গোলামী না আজাদী? আজাদী আজাদী’,’জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আবু সায়িদ মুগ্ধো ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবোনা’ প্রভৃতি স্লোগান দেন।
সৈয়দপুর জুলাই বিপ্লবের অন্যতম নেতা শাকিল চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন মোঃ মাহিন , মোঃ মেহরাব , মোঃ নয়ন ,মোবারক ,আসিফ , মোঃ ইমান মোঃ শাহিদ , মোঃ সজীব , মোঃ কবি প্রমুখ এ ছাড়াও কর্মসূচিতে শতাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :