মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে আত্নহত্যা


admin@saidpureralo প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন /
মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে আত্নহত্যা

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে বাবার কাছে মোবাইল চেয়ে তা না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছে আব্দুল কুদ্দুস (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র। মঙ্গলবার রাতে ওই ছাত্র মাদ্রাসার মধ্যে বিষপান করে। এ সময় সে সহপাঠীদের জানায় আমি বিষপান করেছি। পরে মাদ্রাসা কর্তপক্ষ বিষয়টি ওই ছাত্রের পরিবারকে জানায়। তারা এসে দ্রুত সময়ে প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার সে মারা যান।

নিহত ছাত্র সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর কাগজী পাড়ার মোঃ ছালেকের ছেলে। সে একই উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত বাগডোকরা তছির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগে পড়তো। সে ২৩ পারা কোরআন হিফমাদ্রাসার

মাদ্রাসার এক শিক্ষক সৈয়দপুরের আলো কে বলেন, সে গত শুক্রবার বাসায় যায়। বাসায় নাকি তার বাবার কাছে একটি টার্চ মোবাইল কিনে চেয়েছিল। মোবাইল না পেয়ে মাদ্রাসায় ফিরে আসে। মঙ্গলবার রাতে সবার অগোচরে কোন এক সময় বিষপান পান করে। কিছু সময় পর ঢলে পড়লে বিষয়টি জানাজানি হয়। খবর দেয়া হয় তার পরিবারকে।

নিহতের দাদা বাবর আলী সৈয়দপুরের আলো কে জানান, কেন সে বিষপান করলো তা আমরা কেউ জানিনা। মাদ্রাসা থেকে খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যাই। ভর্তি করাই হাসপাতালে। তারপর তিন দিন পর ১০ মে সে হাসপাতালে মারা যায়।

এবিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন সৈয়দপুরের আলো কে বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।