২৪ ঘন্টার মধ্য সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদের ধরার নির্দেশ – স্বরাষ্ট্র উপদেষ্টা


admin@saidpureralo প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন /
২৪ ঘন্টার মধ্য সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদের ধরার নির্দেশ – স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ মারুফ হোসেন লিয়নঃ রংপুর বিভাগীয় রেঞ্জ পুলিশের ডিআইজিকে ২৪ ঘন্টার মধ্য সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদের ধরার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশ ছাড়তে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৮ মে) রাতে সৈয়দপুর বিমানবন্দর যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্রদের অবরোধের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের অবরোধের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটক করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কীভাবে দেশ ত্যাগ করলেন, জানতে চান।

তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন অকল্পনীয় ও অভাবনীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। ইতিমধ্যে আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হয়েছে । এবং ইতিমধ্যে এ বিষয়ে এইটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি আমি । যারা এর সাথে জড়িত তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না।

এছাড়াও সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদেরকে এখনো গ্রেফতার কেনো হয়নি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে রংপুর বিভাগীয় রেঞ্জ পুলিশের ডিআইজি রয়েছে ,আমি তাদেরকে নির্দেশ দিলাম ২৪ ঘন্টার ভিতরে সকল কে আইনের আওতায় আনতে হবে নয়তো কোনো পুলিশ এখানে থাকতে পারবেনা । এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।