মোঃ দেলোয়ার হোসেন ,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ মে) হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। জামিনের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মোঃ মশিউর রহমান রাহাত।
এর আগে গত ২৯ এপ্রিল তুহিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত।
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য তুহিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামের ছেলে। এবং প্রিয় নেতা তুহিনের জামিনের খবরে নীলফামারী সহ ডোমার ডিমলা জলঢাকা, সাংগঠনিক জেলা সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় আনন্দের বন্যা বইছে, ও প্রিয় নেতা তুহিনের জামিন হওয়ায় ডোমার ডিমলা উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দেশ, জনগন ও গনতন্ত্রের স্বার্থে আদালতকে শ্রদ্ধা রেখে ২৯ এপ্রিল আত্মসমর্পন করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আজ বৃহস্পতিবার(০৮ মে) তার জামিন মঞ্জুর করে আদালত তার জামিনের খবর শুনে সমগ্র নীলফামারী সহ ডোমার ডিমলা উপজেলার সর্বস্তরের জনগন ও বিএনপির নেতাকর্মীরা আনন্দিত।
আপনার মতামত লিখুন :