নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
আজ বুধবার বিকালে তিনি জেলা সদরের দারোয়ানীতে প্রস্তাবিত ওই স্থানটি পরিদর্শন করেন। প্রস্তাবিত এলাকাটি দারোয়ানী টেক্সটাইল মিলের জমি। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আজকে রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে এসেছি। রংপুর বিভাগে যেহেতু এসেছি তাই নীলফামারীর প্রস্তাবিত স্থানটি দেখতে আসলাম (চীনের উপহারের হাসপাতাল স্থাপনের)। এই স্থানটি কতটুকু ভালো হবে সেটি টেকনিক্যাল টীম ভালো বলতে পারবে। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন হাসপাতালটি যেন নীলফামারীতে হয়’।
তিনি জানান, প্রধান উপদেষ্টা চায় চীন সরকারের উপহারের এক হাজার শয্যার হাসপাতালটি রংপুর বিভাগে হোক। তিনি চান এ অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা পাক। এ ক্ষেত্রে তিনি রংপুর বিভাগের কোন জেলার নাম উল্লেখ করেননি। সেই প্রেক্ষিতে নীলফামারীর এই স্থানটির প্রস্তাবনা পাঠানো হয়েছিল।
আপনার মতামত লিখুন :