মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে ফসলি জমির ধান নষ্ট করায় টিবিএল ব্রিকসয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ইটভাটার চিমনি হতে নির্গত গরম ধোঁয়া দ্বারা ফসলি জমির ধান নষ্ট করার অপরাধে ভাটা মালিকের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।
আপনার মতামত লিখুন :