মো. রবিউল ইসলাম,রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কলিম উদ্দিন নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মিরডাঙ্গি গ্রামের বাসিন্দা।
আজ বুধবার ৭মে বিকেল সারে ৫ টার দিকে রাণীশংকৈল মহাসড়ক আরডিআরএস অফিসের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত কলিমউদ্দিন একাই ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন,চলতি অবস্থায় তার ভ্যানের স্কেল ভেঙ চাকা খুলে যাওয়ায় তিনি পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে,অপর দিকথেকে আসা ভেডভেডির সামনে। মূহুর্তেই পৃষ্ঠ হয় চাকার নিচে।
এলাকাবাসী কলিমউদ্দিনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেছেন।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.