মোঃ সাহিদুল ইসলাম, ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় খড় শুকাতে গিয়ে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ রায় (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার (৭ই মে) সকাল সাড়ে ১০টার দিকে ডোমার-নীলফামারী সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত দিলীপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের পুত্র।
জানা যায়, বাড়ির সামনের সড়কে খড় শুকানোর সময় ডোমার থেকে নীলফামারী অভিমুখে যাওয়া দ্রুতগতির একটি মাইক্রোবাস নিহত দিলীপকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।
এব্যাপারে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম সৈয়দপুরের আলো কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.