ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল ডিমলা উপজেলা।
নীলফামারীর ডিমলা উপজেলা তুহিন সংগ্রাম পরিষদের আয়োজনে বিএনপি'র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরীর নেতৃত্বে ইসলামিয়া ডিগ্রী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলার শুটিবাড়ি মোড়ের স্মৃতি অম্লানের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা, বিএনপি সিনিয়র নেতা আব্দুল মজিদ, চৌধুরী,জনতা কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন, বিএনপির সিনিয়র নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল হক, মিজানুর রহমান প্রমুখ এবং ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের প্রবীণ বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ফখরুদ্দিন সরকারের দায়ের করা ২টি সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে, তিনি আদালত কে সম্মান জানিয়ে গত, ২৯ এপ্রিল আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। বর্তমানে তিনি জেল হাজতে আটক রয়েছেন। বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন, গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা তুহিন চৌধুরীর মুক্তি নিশ্চিত করবো । তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.