মোঃ দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে প্রাইভেট পড়ুয়া ছাত্রীর বাবার অভিযোগে আজহারুল ইসলাম আজাদ ওরফে বাবুল (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব ১৩
মঙ্গলবার (৬মে) সন্ধ্যায় র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিল্পব কুমার গোম্বামীর
সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বাবুল উপজেলার সিঙ্গেরগাড়ী জুম্মাপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে ও মাহবুবিয়া দাখিল মাদরাসার শিক্ষক এবং তিনি সৃষ্টি কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস নিতেন।
প্রেস বিজ্ঞপ্তি সূ্ত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ওই শিক্ষকের কাছে কয়েক মাস ধরে প্রাইভেট পড়তেন। গত ১৯ এপ্রিল অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে বিষয়টি জানাজানি হলে সেই শিক্ষক পালিয়ে গেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।পরে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক বাবুলকে নীলফামারীর সদর চড়াইখোলা এলাকা থেকে গ্রেফতার করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন,কিশোরগঞ্জ থানায় ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এবিষয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.