কিশোরগঞ্জে তিস্তা ক্যানেলে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার


admin@saidpureralo প্রকাশের সময় : মে ২, ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে তিস্তা ক্যানেলে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নিখোঁজের তিনদিন পর নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। আজ শুক্রবার (২ মে) সকাল পোনে দশটার দিকে তিস্তা সেচ ক্যানেলের নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া নামক স্থানের পশ্চিমপাড় এলাকায় ওই বৃদ্ধের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।নিহত নজরুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার উত্তর কোলকোন্দ কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

এলাকাবাসী সৈয়দপুরের আলোকে জানায়, তিস্তা সেচ ক্যানেলের পানিতে উপুড় অবস্থায় ভাসমান ছিল।খবর পেয়ে নিহত বৃদ্ধের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে। তারা জানায়, নজরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। গত মঙ্গলবার হইতে নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন খোঁজা-খুঁজির পর না পেয়ে গঙ্গাচড়া থানায় জিডি করেন এবং বিভিন্ন এলাকায় মাইকে প্রচারণা করেছিল।

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সৈয়দপুরের আলো কে ঘটনা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তে