স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর সৈয়দপুরে আবারও বেড়েছে অটো ছিনতাইয়ের ঘটনা। চেতনানাশক ব্যবহার করে একটি চক্র অটো ছিনতাই করে চলছে। গত ৭ এপ্রিল শহরের সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট থেকে ডক্টর ক্লিনিকে যাওয়ার কথা বলে ইব্রাহিম আলি নামে ৬০ বছরের এক অটো চালককে ঠিক করে ছিনতাইকারী চক্রের এক সদস্য। প্লাজা থেকে
ডক্টর ক্লিনিকে গিয়ে অটো চালককে ভাড়া পরিশোধ না করে সেখানে কিছু সময় অপেক্ষা করতে থাকে ওই ছিনতাইকারী। পরে সেখান থেকে আলুর বস্তা নিয়ে আসার কথা বলে আবার অটো চালককে নিয়ে যায় পৌরসভা রোডে। ওই রোডে একটি দোকানে চায়ের সাথে চেতনানাষক মিশিয়ে খাইয়ে দেয় অটো চালককে। এ অবস্থায় নামাজের কথা বলে অটোসহ চালককে নিয়ে আসে সৈয়দপুর জামে মসজিদে। সেখানে উভয়ে মসজিদে নামাজের জন্য প্রবেশ করে। এক পর্যায় ছিনতাইকারী মসজিদ থেকে বের হয়ে অটো নিয়ে সটকে পড়ে। আর অটোচালক জ্ঞান হারিয়ে পড়ে থাকে মসজিদ চত্বরে। এ অবস্থায় লোকজন অটোচালককে চিনতে পেরে খবর দেয় তার বাসায়।
অটোচালকের আত্মীয় খুরশীদ নামের একজন এসে তাকে নিয়ে গিয়ে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করায়। দুইদিন ধরে অজ্ঞান অবস্থায় হাসপাতালের বিছানায় পড়ে আছেন অটোচালক ইব্রাহীম আলি। এই অটো চালকের বাসা উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ কয়া পাড়ায়। ৮ এপ্রিল রাতে হাসপাতালে অটো চালকের ছেলে সাদ্দাম হোসেন বলেন, অটোটি ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের সম্বল। এটি ছিনতাই হওয়ায় আমরা এখন না খেয়ে দিন পার করছি। একদিকে সংসারের করুণ অবস্থা, অন্যদিকে বাবা জ্ঞান হারিয়ে হাসপাতালে। ছিনতাইকারীকে চিনতে না পারায় কিছু করতে পারছি না। তবে বাবা সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বলেন, বিষয়টি আপনাদের মুখে শুনতে পারলাম কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.