ফিলিস্তিনে মুসলমানের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ


admin@saidpureralo প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন /
ফিলিস্তিনে মুসলমানের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

তুমি কে, আমি কে, ফিলিস্তিনি, ফিলিস্তিনি”স্লোগানে মুখরিত হয়ে উঠে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রধান সড়ক গুলো। সোমবার (৭ এপ্রিল)দুপুর  ১২ টায় স্থানীয় স্টেডিয়াম একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পূনরায় স্টেডিয়ামের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।।

ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিশ্বব্যাপি মজলুম গাজাবাসীদের হরতালের সমর্থনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ ও ব‍্যবসায়ীরা দোকানপাট সাময়িক ভাবে বন্ধ করে সমাবেশে অংশ নেয়।

বিক্ষোভ শেষে স্টেডিয়ামের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা রেজাউল করিম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শিব্বির আহম্মেদ, মাওলানা মুফতি বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, গদা কেরামতিয়া মাদ্রাসার মেহতামিম মাওলানা মাহমুদ হাসান প্রমুখ। এতে বিভিন্ন ইসলামী দল, ওলামা, ত্বলাবা, তৌহিদী জনতা ও সাধারণ জনগণ স্বতঃস্ফূত অংশগ্রহণ করে।

বক্তারা ইসরাইলি পণ্য পরিহার করা সহ মুসলিম জাতিকে এক হয়ে ইসরাইলের বিপক্ষে অবস্থানের আহ্বান জানান। তারা ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত  হামলা ও হত্যার প্রতিবাদ জানান।