মোঃ সাহিদুল ইসলাম, ডোমার (নীলফামারী)উপজেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রনির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি চৌরাস্তায় স্থানীয় যুব সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত রনির গ্রেপ্তার দাবি করেন অংশগ্রহণকারীরা।
স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান, শনিবার (৫ই এপ্রিল) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকা শরীফ এলাকার পাইকারটারী গ্রামে রফিকুলের শিশুকন্যা (৭)-কে তার ছেলে হাবিব (৮) গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বস্তা আনতে বলে। এসময় শিশুকন্যাটি বাড়ির উদ্দেশ্যে বস্তা আনতে গেলে পথিমধ্যে ওতপেতে থাকা প্রতিবেশি ফজলুর রহমানের ছেলে রনি (২৪) তাকে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় ভুক্তভোগী শিশুটির আর্তচিৎকারে তার ভাই হাবিব দূর থেকে দেখতে পেয়ে দৌঁড়ে এসে চিৎকার চেচামেচি করলে রনি পালিয়ে যায় বলে জানা গেছে। এসময় হাবিব শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন দ্রুত নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে এব্যাপারে এখন অব্ধি কোনো মামলা হয়নি।
মানববন্ধনকারীরা কর্মসূচি পালন শেষে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযুক্ত রনির গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান সৈয়দপুরের আলো কে জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.