সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে এবং সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে ‘সতীর্থ ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন-২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত স্থানীয় মুসলিম স্কুল সংলগ্ন মাঠে দিনব্যাপী এ লীগ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক হিসেবে ছিল উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দার পাড়া এলাকায় অবস্থিত শেখ বাবলুর মালিকানাধীন সর্দার কনভেনশন হল। আয়োজক সংগঠন সতীর্থ জানায়, সংগঠনের ৪৪ জন সদস্য সতীর্থ টাইগার একাদশ, সতীর্থ রাইডার্স একাদশ, সাতীর্থ ইয়াঙ্গার একাদশ ও সতীর্থ ওয়ারিয়র্স একাদশ নামে চারটি দলে ভাগ হয়ে দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেয়। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলা হয় নক আউট কোয়ালিফায়ার পদ্ধতিতে। ফাইনালে আগে ব্যাটিং করে সতীর্থ রাইডার্স একাদশ ৫৯ রান করে। ৬০ রানের লক্ষ নিয়ে সতীর্থ ইয়াঙ্গার্স একাদশ ৫ ইউকেট হারিয়ে ৪৩ রান করে। সতীর্থ রাইডার্স একাদশ ১৬ রানে বিজয়ী হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মর্তুজা আল মুঈদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের সহকারি পরিচালক ও সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মমতাজ বেগম, সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজু ও সারোয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু।
আপনার মতামত লিখুন :