জলঢাকায় মাথাভাঙ্গা শর্ট-ক্রিস ক্রিকেট টুর্নামেন্টে রেডহেড ক্রিকেটার্স চ্যাম্পিয়ন 


admin@saidpureralo প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন /
জলঢাকায় মাথাভাঙ্গা শর্ট-ক্রিস ক্রিকেট টুর্নামেন্টে রেডহেড ক্রিকেটার্স চ্যাম্পিয়ন 

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাথাভাঙ্গা শর্টক্রিস ক্রিকেট টুর্নামেন্টে রেডহেড ক্রিকেটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বুধবার বিকেলে পৌরসভার টিএনটি মাঠের ফাইনাল খেলায় রেডহেড ক্রিকেটার্স ৬ উইকেটে টিএনটি ক্রিকেট একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টিএনটি একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ৬৫ রান করে জবাবে রেডহেড ক্রিকেটার্স ৯.২ ওভারে ৬৬ রান করে বিজয় অর্জন করে। খেলা শেষে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান মেজবাহ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক আব্দুল গনি, বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম ও সমাজসেবক মাজেদুল ইসলাম প্রমুখ। মাথাভাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে।