সংঘর্ষের আশঙ্কায় জলঢাকায় ১৪৪ ধারা জারি


admin@saidpureralo প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন /
সংঘর্ষের আশঙ্কায় জলঢাকায় ১৪৪ ধারা জারি

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ (থানা মোড় সংলগ্ন এলাকায়) একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ( পহেলা এপ্রিল) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়।

সোমবার (৩১ মার্চ) রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, ০১/০৪/২৫ খ্রি. তারিখে জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ( থানা মোড় সংলগ্ন) একাধিক পক্ষ থেকে একাধিক স্হানে এবং ভিন্ন ভিন্ন সময়ে সভা- সমাবেশ আহবান করা হয়েছে এবং উক্ত সমাবেশ ঘিরে বর্ণিত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যামান রয়েছে মর্মে অফিসার ইনচার্জ, জলঢাকা থানা নিম্ন সাক্ষরকারীকে অবহিত করেছেন।

সেহেতু সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আমি মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার,জলঢাকা, নীলফামারী আমার উপর অর্পিত ক্ষমতা বলে বর্নিত এলাকায় ০১/০৪/২০২৫ খ্রি. তারিখ সকাল ৯ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৯৯৮ এর ১৪৪ ধারা জারি করলাম।

এই সময় উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি যা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যাবহার, ০৫ (পাঁচ) বা অধিক ব্যাক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ,মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।