ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও দিনব্যাপী ডাকবাংলোউইয়ান ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স আলটিমেট ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ মঙ্গলবার সকালে তারা জলঢাকা স্টেডিয়াম মাঠে তারা ডাকবাংলো কিংস কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সেলিম রেজা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজু প্রমুখ। এসময় নুতন ও পুরাতন খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণ হয়ে উঠে। জলঢাকা ডাকবাংলোউইয়ানের আয়োজনে টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :