লুঙ্গি পরে সিনেমার প্রচারে বুবলী


admin@saidpureralo প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন /
লুঙ্গি পরে সিনেমার প্রচারে বুবলী

ঈদের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই প্রচারণা শুরু হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর। সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে  সিয়াম আহমেদ ও শবনম বুবলীর ‘জংলি’ সিনেমার টিম। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা। ছবি পোস্ট করে বুবলী লিখেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়? সিনেমার প্রি-টিজারে শবনম বুবলীকে দেখানো হয়নি। টিজারে বুবলীকে এক ঝলক দেখা গেছে। ফলে বুবলীর চরিত্রটি এখনো খোলাসা করেননি পরিচালক। তবে বুবলীর এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, এই সিনেমায় বুবলীকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে। যেখানে হয়তো তার পোশাকের ধরণও ঠিক এমনই থাকবে।  প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। সিয়াম ও বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান। ‘জংলি’ ছাড়াও ঈদে ‘বরবাদ’, ‘দাগি’সহ আরও কয়েকটি সিনেমা রয়েছে।