মোঃ মারুফ হোসেন লিয়নঃ মাদক কে না বলি ,খেলাকে হ্যাঁ বলি এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে জাকজকমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪) উদ্বোধন করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) কয়া কিসামত পাড়া মাঠে মোঃ মোকছেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল মুয়ীদ (আলাল) প্যানেল চেয়ারম্যান, ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদ, মোঃ আশরাফুল ইসলাম সবুজ পরিচালক, দ্যা ল্যাইসিয়াম শিক্ষা পরিবার,মোঃ মারুফ হোসেন লিয়ন, প্রতিষ্ঠাতা, দৈনিক সৈয়দপুরের আলো, মোঃ রাহাদ আলী রাজ,মোঃ আব্দুর রহিম,মোঃ মমিনুল ইসলাম সাগর, মোঃ আলিম ইসলাম, মোঃ রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।। এ সময় আয়োজক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম,মোঃ সিফাত,কামাল ,রিয়াদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারী জেলা জামায়াতের সুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে গ্রামে গ্রামে আরও বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করতে হবে।
উল্লেখ্য, শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি ক্রিকেট টিম অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে আদানি পড়া একাদশ বনাম কামারপুকুর একাদশের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। পুরো খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন আজমল হোসেন ও সঞ্চালনায় মোঃ জামান ইসলাম।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.