মোঃ সাইফুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে বুধবার (২৭ নভেম্বর) উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী ও তন্ময় হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ইউএনও নুজহাত তাসনীম আওন জানান, বিরামপুর উপজেলায় সকল ধর্মের মানুষজনের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর হয়ে কাজ করছে।লেফটেন্যান্ট কর্ণেলমশিহ্ উদ্দিন আহমেদ জানান, দেশ ও দেশের মানুষের জন্য সেনাবাহিনী আস্থার সাথে কাজ করে যাচ্ছে এবং সবসময় দেশের মানুষের সেবায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।ওসি মমতাজুল হক জানান, দেশের সাম্প্রতিক ঘটনায় বিরামপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.