রবিউল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুর গাঁওয়ের হরিপুর উপজেলায় ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া চাপাসার ঘাটিয়াল পুকুরের সন্নিকটে প্রায় ৫বিঘা জমিতে লেবু চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মতিউর রহমান (২৮)নিজ উদ্যেগে প্রায় ২০২১সালে দিনাজপুর নার্সারি হতে চায়না-৩জাতের পনেরশত লেবু জাতের চারাগাছ রোপণ করেন । ২০২২এর শেষের দিকে গাছে ফুলও ফুলে ভরে যায়। বাগান পরিদর্শন কালে মতিউর জানান, আমি নিজ উদ্যেগে এই পদক্ষেপ নিয়েছিলাম বর্তমান আমার বাগানে প্রতিনিয়ত ৩০০০-৪০০০ হাজার টাকা লেবু বিক্রি হয়, যার বাৎসরিক আয় হয় প্রায় ৫ লক্ষ টাকার মত। লেবু চাষে তেমন কোন পরিচর্যা কিংবা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তাই ব্যয়ের তুলনায় আয় বেশি হয়, বর্তমানে আমার লেবু রানীশংকেল দিনাজপুর এবং ঢাকা পর্যন্ত যায়। শীতকালে লেবুর চাহিদা কম হলে গরম কালে লেবুর কেনাবেচা বেশি হয়। রানীশংকেল থেকে আসা লেবু ব্যবসায়ী মতালেব(৩০)জানান আমি প্রতিনিয়ত বাগানে লেবু কিনতে আসি আমি ছাড়াও আরো লেবু ব্যবসায়ী লেবু কিনতে আসে, আমরা প্রাপিচ লেবু ৩টাকা-৪টাকা দরে ক্রয় করি। লেবুতে পর্যপ্ত পরিমাণ ভিটামিন সি থাকায় এর চাহিদা ও অনেক। কৃষক মতিউর জানান এযাবত আমি উপজেলা হতে কোন প্রশিক্ষণ পায়নি আমি চাই উপজেলা ও জেলা কৃষি কর্মতা আমার বাগান টি পরিদর্শন করেন, এবং বাগান টিকে আরো কিভাবে প্রসত্ব করা যায় এ ব্যাপারে আমাকে আরো যেন সঠিক পরামর্শ প্রদান করেন।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.