নিজস্ব প্রতিবেদকঃ রাইজিং ক্রিকেট একাডেমী আয়োজিত ইয়াং টাইগার্স একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমী দিনাজপুর ও আইজিএস ক্রিকেট একাডেমী রংপুর।শুক্রবার (০১ নভেম্বর) স্থানীয় সৈয়দপুর স্টেডিয়াম মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে আইজিএস ক্রিকেট একাডেমী। ব্যাট হাতে ৩৭ রান করে জিহাদ।
১৩০ রানের টার্গেটে ব্যাট করতে ৩৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি। ফলে ৩ রানে জয় পায় আইজিএস। সেই সাথে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রংপুরের এই দলটি । ব্যাট হাতে ৩৭রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয় জিহাদ।
উক্ত ম্যাচে জিহাদের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন রাইজিং ক্রিকেট একাডেমির কোচ জামিউল আলম বাবলু।
উল্লেখ রংপুর বিভাগের ১৬ টি একাডেমী নিয়ে টুর্নামেন্টটি ১৪ অক্টোবর মাঠে গড়ায়। ৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে এই টুর্নামেন্টটির।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.