জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনের খানসামা উপজেলার চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।আটক হওয়া দুই যুবক হলেন ঐ এলাকার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বেলাল ইসলামের ছেলে আসলাম ও হাফিজুর রহমানের ছেলে বিপ্লব ইসলাম। তাঁর দুজনেই নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানা গেছে।রবিবার (৭ জানুয়ারী) বিকেল ২:৫০ মিনিটের দিকে ঐ কেন্দ্রে প্রবেশ করে অন্য ভোটারের ভোট দেওয়ার চেষ্টাকালে তাঁদের আচরণ সন্দেহজনক হলে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশের সহায়তায় আটক করে থানায় সোপর্দ করেন। চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার আজকের পত্রিকাকে বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, এই কেন্দ্রেই সকালে ভোট প্রদান করেন এই আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.